হুটহাট কারো ঘরে ঢুুকে পড়া ঠিক নয়,
সালাম-কালাম দিয়ে পরিচয় দিতে হয়।
অনুমতি পেলে পরে যাবে কাছে তার,
শৃঙ্খলাবোধ আনে জীবনে বাহার।
মা-বোনের ঘর হোক পরিবার নিজ,
অনুমতি নিয়ে হও ভালো মুহাফিজ।
পরিচয় নেই যার সেখানে নতুন,
অনুমতিহীন থাকা খুব বদগুণ।
কুরআনে হাকিমে আছে আছে হাদিসেও,
অনুমতি ছাড়া যেন ঢুকবে না কেউ।
উঁকিঝুঁঁকি মারে যারা ঘর জানালায়,
পড়তে হবেই তাকে কঠিন সাজায়।