সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

বছরের প্রথম সংসদ অধিবেশন আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

আজ সোমবার সীমিত সংখ্যক সদস্য নিয়ে বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে । করোনা মহামারীর কারণে অন্য চারটি অধিবেশনের মতো সংক্ষিপ্ত হতে পারে চলতি সংসদের একাদশ এই অধিবেশন।

সোমবার বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপন করা হবে। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন। এরপর অধিবেশন মুলতবি করা হবে।

সংসদ সচিবালয় সূত্র জানা যায়, অধিবেশনে স্বাস্থ্যবিধি মেনে চলতে সীমিত সংখ্যক সংসদ সদস্য অংশ নেবেন। প্রথম দিন করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পাওয়া সব সংসদ সদস্য অংশ নিতে পারবেন। এরপর রোস্টার অনুযায়ী প্রতি কার্যদিবসে সর্বোচ্চ ৯০ জনকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।

সংসদ সচিবালয়ে কর্মরতদেরও অধিবেশন চলাকালে সংসদ ভবনে প্রবেশ সীমিত থাকবে। কেবল অধিবেশন সংশ্লিষ্ট কর্মচারীরা সংসদে ঢুকতে পারবেন। তবে তাদের করোনাভাইরাস নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।

অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে সংবাদকর্মীরা একদিন সংসদ ভবনে প্রবেশ করতে পারবেন। শুধুমাত্র রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ ভবনে যাওয়ার অনুমতি পাবেন তারা। এজন্য প্রত্যেক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে একজন করে সংবাদকর্মীকে জাতীয় সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় করোনাভাইরাস পরীক্ষা করানো হয়েছে।

সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসাবে বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা অধিবেশন জুড়ে ওই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে ১২ থেকে ১৪ কার্যদিবস অধিবেশন চালানো হতে পারে। শুরু দিন সাড়ে ৪টায় অধিবেশন বসলেও এরপর থেকে বেলা ১১টা থেকে অধিবেশন বসবে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা প্রস্তাব নিয়ে আলোচনা ছাড়াও অধিবেশনে কয়েকটি বিল উত্থাপন ও পাসের সম্ভাবনা রয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এর আগে গত ৩০ ডিসেম্বর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English