রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বড় বাধা পেরিয়ে শেখ জামালের শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ২৮ জন নিউজটি পড়েছেন

অসমাপ্ত ২০১৯-২০ লিগের শীর্ষ দল তারা। ঢাকা আবাহনীর চেয়ে এক ম্যাচ কম খেলে পয়েন্ট তালিকার যৌথভাবে শীর্ষে ছিল। সে আত্মবিশ্বাসই এবারের লিগে শিরোপার স্বপ্ন দেখাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। এ যাত্রায় বিগ ম্যাচ জিতেই তাদের শুরু। শিরোপার দাবীদার অপর দল ফেডারেশন কাপের সেমিফাইনালিস্ট চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েই নতুন করে পথ চলা তাদের। ম্যাচটি একই সাথে ছিল দেশের দুই সেরা কোচের লড়াই। শেষ পর্যন্ত মারুফুল হককে টপকে বিজয়ের হাসি শফিকুল ইসলাম মানিকের।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে দাপটের সাথে খেলেই জয় তুলে নেয় লিগের তিন বারের চ্যাম্পিয়নরা। ২০ মিনিটে লিড পায়নি উজবেকিস্তানের ওতাবেকের ফ্রি-কিকে নুরুল আবসারের হেড গোলরক্ষক নাঈমের হাতের ছোঁয়া নিয়ে ক্রস বারে প্রতিহত হওয়ায়। ১৪ মিনিটে গাম্বিয়ান সলোমন কিংয়ের শট ঠেকান তিনি। ৩৩ মিনিটে চট্টগ্রাম আবাহনী ব্রাজিলিয়ান নিক্সনের শট বাম দিকে শরীর ফেলে কর্ণার করেন গোলরক্ষক জিয়া। ৩৯ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। ওতাবেকের ফ্রি-কিক বোকা বানায় বিপক্ষ কিপারকে। ৫০ মিনিটে শেখ জামালের ব্যবধান দ্বিগুণ করা গোল বন্দরনগরীর ডিফেন্ডারদের ভুলে। রাইট ব্যাক মনির হোসেনের ক্রসে স্ট্রাইকার আবসার যখন লাফিয়ে হেড নেন তখন তাকে বাধা দেয়ার কেউ ছিল না।
৬২ মিনিটে স্কোর ৩-০ হয়নি নাঈমের দৃঢ়তায়। ওতাবেক ও আবসারের পরপর দুটি শট ঠেকান তিনি। ৮৩ মিনিটে চট্টগ্রাম আবাহনী ব্যবধান কমায় নিক্সনের পেনাল্টি থেকে। মনিরের হ্যান্ডবলে এই পেনাল্টি দেন রেফারী মিজানুর রহমান।

শেখ জামাল কোচ মানিকের মতে, দল পরিকল্পনা মাফিক খেলায় ম্যাচে আধিপত্য ছিল। জয়ও সেই সূত্র ধরে। যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফের জবাব, পুরো দলই খারাপ খেলেছে। তবে এখানেই শেষ নয়। একটি ম্যাচ হেরেছি মাত্র। লিগ রেসে থাকার জন্য সামনে অনেক খেলা বাকি।

সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল তিনটায় বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। সন্ধ্যা ৬ টায় ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ খেলবে ঢাকা আবাহনীর বিপক্ষে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English