মুহতারাম,
আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সারাবিশ্বে পূর্ণাঙ্গদ্বীন জারী ও কায়েমের লক্ষ্যে, আগামী ৭, ৮ ও ৯ই ফাল্গুন-১৪২৭ বাংলা, ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারী-২০২১ইং, রোজঃ শনি, রবি ও সোমবার দুধল দরবার শরীফে পবিত্র কুরআন প্রচার ও পূর্ণাঙ্গ দ্বীন (আকাইদ, তাছাওউফ, ফিকাহ্) শিক্ষার ৭৭তম বার্ষিক আজিমুশ্বান মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
উক্ত মাহফিলে আপনার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। আমিন।
মাআস্সালামু
(নায়েবে রাছুল) শাহ্ মোঃ সাইফুল্লাহ্
পীর সাহেব দুধল, বরিশাল।