রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা প্রাইমারি স্কুলে পড়ে!

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৩০ জন নিউজটি পড়েছেন

সদ্য শেষ হওয়া অ্যালান বোর্ডার-সুনীল গাভাস্কার ট্রফিতে ঘরের মাঠেই পরাস্ত অস্ট্রেলিয়া। বিরাট কোহলি, লোকেশ রাহুল, জশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সামিদের মতো তারকা ক্রিকেটারদের ছাড়াই অস্ট্রেলিয়া জয়ের ইতিহাস গড়েছে ভারত।

ব্রিসবেনের গ্যাবায় চতুর্থ ইনিংসে যেখানে ২৩৬ রানের বেশি তাড়া করে জয়ের ইতিহাস নেই। অথচ সেই গ্যাবায় ৩২৮ রানের টার্গেট তাড়া করে তারুণ্যনির্ভর দল নিয়েই ঐতিহাসিক জয় পেয়েছে ভারত।

সফরের শুরুতে ৩৬ রানের লজ্জায় পড়া ভারত, চার টেস্টের সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে। এমন পারফরম্যান্সে প্রশংসিত আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দল। অন্যদিকে সিরিজে ১-০তে এগিয়ে থেকেও হেরে যাওয়ায় রীতিমতো সমালোচিত টিম পেইনের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের এমন হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ কিংবদন্তি গ্রেগ চ্যাপেল বলেছেন, ভারতীয় ক্রিকেটাররা অনূর্ধ্ব-১৬ পর্যায় থেকেই চ্যালেঞ্জিং ক্রিকেট খেলে বেড়ে ওঠে, তাদের তুলনায় আমাদের তরুণ ক্রিকেটাররা দুর্বল যোদ্ধা। একজন ভারতীয় ক্রিকেটার জাতীয় দলে ঢোকার আগেই প্রস্তুত হয়ে আসে। ভারতীয় ক্রিকেটাদের তুলনায় অভিজ্ঞতার দিক থেকে আমাদের উইল পুকোভস্কি, ক্যামেরন গ্রিনরা এখনও প্রাইমারি স্কুলেই পড়ে আছে।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক চ্যাপেল আরো বলেছেন, ভারতের যুব দলগুলো আমাদের কয়েকটি প্রথম শ্রেণির দলকেও বিব্রত পরিস্থিতিতে ফেলে দিতে পারে। বিভিন্ন পর্যায়ে তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ খেলে তারা আন্তর্জাতিক ক্রিকেটের চাপের সঙ্গে মানিয়ে নিতে শিখে যায়। ভারতে ৩৮টি প্রথম শ্রেণির দল আছে, এটিই বলে দেয় তাদের প্রতিভার পরিধি।

তিনি আরও বলেছেন, ভারতের যুব দলগুলোর পারফরম্যান্সে ফুটে ওঠে তাদের দক্ষতা ও যোগ্যতা। সবশেষ সিরিজে এত প্রতিবন্ধকতার পরও ভারতকে এভাবে নিজেদের সামলাতে দেখে ও সাহসী ক্রিকেট খেলে জিততে দেখে যারা অবাক হয়েছেন, তাদের বলছি, এটায় অভ্যস্ত হয়ে উঠুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English