সড়কে চাঁদাবাজি এখনও বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের কদমতলীর আবুল খায়ের ভবনে আয়োজিত বিভাগীয় পণ্য পরিবহন ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজি’র দৃষ্টি আকর্ষণ করেন শাজাহান খান।
বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খান বলেন, গুটি কয়েক লোকের কাছে বিআরটিএ জিম্মি হয়ে পড়েছে। যার কারণে হয়রানির শিকার হচ্ছেন পরিবহন মালিক-শ্রমিকরা।
তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলে ট্রাক টার্মিনাল নির্মাণ হলেও চট্টগ্রামে এখনো কোনো টার্মিনাল হয়নি। এটি খুবই দুঃখজনক। নিরাপদ সড়ক সৃষ্টির জন্য প্রশিক্ষিত চালক প্রয়োজন। অথচ কোনো সরকারই আজ পর্যন্ত এ খাতে কোনো টাকা খরচ করেনি। অনেক খাতে ভর্তুকি দিয়ে আসলেও এ খাতে সরকারের কোনো ভর্তুকি নেই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি রুস্তম আলী খান ও পরিবহন নেতা খালেদ মাহমুদ।
অনুষ্ঠান শেষে চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন ফেডারেশনের ২০২১-২২ সালের পাঁচ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আবদুল মান্নানকে সভাপতি, মো. আবু বক্করকে কার্যকরী সভাপতি, দীন মোহাম্মদকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ নুরুল আবছারকে মহাসচিব ও মো. হুমায়ূন কবির সোহেলকে সিনিয়র অতিরিক্ত মহাসচিব করা হয়।