শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৫৮ জন নিউজটি পড়েছেন

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল। রোববার (২৪ জানুয়ারি) রাত সোয়া ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘাট সূত্র জানিয়েছে, রোববার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে শুরু করে।রাত ৯টার দিকে প্রচুর কুয়াশা পড়ায় নদীপথে অন্ধকার নেমে আসে। দিকনির্দেশনামূলক বাতি কুয়াশার প্রকোপে দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সোয়া নয়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় শিবচরের বাংলাবাজার ঘাটে রোরো ফেরি এনায়েতপুরী পরিবহন লোড করে ঘাটেই নোঙর করে রাখে।এছাড়াও উভয় ঘাট থেকে ছেড়ে আসা একাধিক ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে আছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় পথঘাট দেখা যাচ্ছে না। নৌপথে কুয়াশার পরিমাণ আরও বেশি। দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ৯টা থেকে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English