গত ২৪ জানুয়ারি বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান তার দীর্ঘিদনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তাদের বিয়েতে অতিথি ছিলেন মাত্র ৪০ জন। বলিউডের এই রোমান্টিক জুটির বিয়েতে জাঁকজমকের কোনো কমতি ছিল না। কিন্তু করোনার কারণে স্বল্প পরিসরেই সেরে ফেলতে হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
করোনা পরিস্থিতির কারণে এই জুটি প্রথমে মধুচন্দ্রিমা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই নবদম্পতি ভেবেছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা হানিমুনে যাবেন। অবশ্য এবার এ থেকে পিছু হটলেন। বেশ কিছু দিন একান্তে কাটানোর নাকি সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি।
শোনা যাচ্ছে, তুরস্কের একটি সমুদ্রসৈকতের ব্যয়বহুল এক হোটেলে তাঁরা তাঁদের জীবনের বিশেষ দিনগুলো কাটাতে যাচ্ছেন।জানা গেছে, তুরস্কের ইস্তাম্বুলের অত্যন্ত অভিজাত এবং নয়নাভিরাম সিরাগন প্যালেসে বলিউডের এই নবদম্পতি একান্তে থাকবেন। সমুদ্রতটের এই বিলাসবহুল হোটেলটি বেশ বিখ্যাত আর অত্যন্ত ব্যয়বহুল। বলিউডসহ সারা বিশ্বের বড় বড় তারকা সিরাগন প্যালেসেই ছুটি কাটাতে আসেন।
গত বছরই বিয়ে হওয়ার কথা ছিল বরুণ ধাওয়ান আর নাতাশা দলালের। কিন্তু করোনার কারণে তা আর সম্ভব হয়নি। অবশেষে গত ২৪ জানুয়ারি তার স্কুলের বান্ধবী নাতাশা দালালকে ঘরে তোলেন তিনি।