মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

নারী সম্মেলন শুরু ২৯ জানুয়ারি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে নারী মুক্তি আন্দোলনের ধারণা ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে আগামী ২৯ জানুয়ারি শুক্রবার শুরু হতে যাচ্ছে জাতীয় নারী সম্মেলন। বর্তমান কোভিড অতিমারীর কারণে ২ দিন ব্যাপী এবারে সম্মেলনটি হচ্ছে ভার্চূয়াল মাধ্যমে।

বুধবার (২৭ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আয়োজক সংগঠন নারীপক্ষের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সংগঠনটির নেতৃবৃন্দ। ‘তবুও তরী বাইতে হবে’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারে সম্মেলনে আলোচক হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক নারী আন্দোলনের নেত্রীবৃন্দ অংশ নেবেন বলে জানানো হয়।

উদ্বোধনী অধিবেশনে নারীপক্ষের সভানেত্রী মাহমুদ বেগম গিনি স্বাস্থ্যগত বক্তব্য দেবেন। সূচনা বক্তব্য রাখবেন নারী পক্ষের আন্দোলন সম্পাদক তামান্না খান পপি। প্রথম অধিবেশনে অর্থনীতিতে নারীর অবস্থান নিয়ে আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্য ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, নারীপক্ষের সাবেক সভাপতি মাহীন সুলতান, অর্চনা বিশ্বাস, গার্মেন্টস এন্ড ইন্ডাষ্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, বামরু এর নির্বাহী পরিচালক তাসনীম সিদ্দিকী, সিলেট ইউমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।

দ্বিতীয় অধিবেশনে রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বিষয়ে আলোচনায় অংশ নেবেন, সাগুফতা ইয়াসমীন এমপি, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, বাসদ সদস্য সচিব ডা. মনীষা চত্রবর্তী। নারীপক্ষের সাবেক সভানেত্রী রীনা রায় ও সদস্য মাহফুজা আক্তার মালা অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন। দুইদিনব্যাপী এ সম্মেলনে মোট ৫টি অধিবেশন থাকবে। যা শেষ হবে ৩০ জানুয়ারি শনিবার রাতে।

মতবিনিময় সভায় নারীপক্ষের তামান্না খান পপি, নারগিস আক্তার, কামরুন নাহার, রওশন আরা বেবী, সাবিনা ইয়াসমিন, সামিয়া আফরীন,নাজমা বেগম বক্তব্য রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English