বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

কক্সবাজারে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৫২ জন নিউজটি পড়েছেন

কক্সবাজারে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় আনোয়ার হোসেন (২৬) নামের এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ অর্থ অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেবুন্নাহার আয়েশা আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

দণ্ডিত আনোয়ার হোসেন রামুর উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া গ্রামের মনজুর আলমের ছেলে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এপিপি সৈয়দ রেজাউর রহমান বলেন, ২০১৭ সালের ১৯ অক্টোবর দোকান থেকে চাল নিয়ে বাড়ি ফিরছিল ১০ বছর বয়সী ভুক্তভোগী মেয়েশিশুটি। পথে কালভার্টের পাশে খালের পাড়ে আটকে তাকে ধর্ষণ করেন আনোয়ার হোসেন। ঘটনার সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় আনোয়ার হোসেনকে আসামি করে রামু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী শিশুটির বাবা।

আজ মামলার রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ শোনার পর কান্নায় ভেঙে পড়েন আসামি আনোয়ার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন–২০০০-এর ৯ (১) ধারায় দোষী সাব্যস্ত করে আসামি আনোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ অর্থ অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English