শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

এইচএসসি ফলপ্রার্থীদের জন্য চার নির্দেশনা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

চলতি মাসের যে কোনো দিন ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

প্রধানমন্ত্রীর কাছে ফল প্রকাশের অনুমতি চাওয়া হয়েছে। তিনি যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এদিকে, ফল প্রকাশের শেষ মুহূর্তে এসে ফলপ্রার্থীদের জন্য শিক্ষা বোর্ডগুলো থেকে চারটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ডগুলো।

ফলপ্রার্থীদের জন্য নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- এবার ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

যারা মোবাইল ফোনের খুদেবার্তার মাধ্যমে ফল পেতে ইচ্ছুক তাদের ফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য HSC< > Board Name (First 3 letter) <> Roll <> ২০২০ টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে।

টেলিটক ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকেও ফল দেখা যাবে। এর বাইরে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English