সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ২৮ জন নিউজটি পড়েছেন

দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি। তবে বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে প্রচণ্ড শব্দে কেঁপে উঠে দূতাবাস সংলগ্ন এলাকা। দূতাবাস থেকে প্রায় ৫০ মিটার দূরে জিন্দাল হাউসে আইইডি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি ঘটেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, এটা সন্ত্রাসবাদী হামলা। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা জানিয়েছেন, দূতাবাসের সমস্ত কর্মীরা সুরক্ষিত আছেন।

এর আগে ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে ইজরায়েলের কূটনীতিকের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ইরানের ইরানের হাত থাকার অভিযোগ উঠেছিল।

উল্লেখ্য, দিল্লির বিজয়চক থেকে মাত্র ২ কিলোমিটার দূরেই বিস্ফোরণটি ঘটেছে। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আজ সেখানে ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠান চলছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English