সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

আট ইউপির নৌকার মাঝিদের নাম ঘোষণা করলেন কাদের মির্জা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ২৪ জন নিউজটি পড়েছেন
কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ চলবে আমার নেতৃত্বে : কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের নৌকার মাঝিদের নাম ঘোষণা করলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ নাম ঘোষণা করেন।

উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের (তার ভাষায় নৌকার মাঝি) নাম ঘোষণা করেন তিনি।

ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- ১নং সিরাজপুর ইউনিয়নে নুরনবী চৌধুরী, ২নং চরপার্বতী ইউনিয়নে মোজাম্মেল হোসেন কামরুল, ৩নং চরহাজারী ইউনিয়নে নূরুল হুদা, ৪নং চরকাঁকড়া ইউনিয়নে মাহবুবুর রহমান, ৫নং চরফকিরা ইউনিয়নে জামাল উদ্দিন, ৬নং রামপুর ইউনিয়নে হাসিবুল শাহীন অলোক, ৭নং মুছাপুর ইউনিয়নে আইয়ুব আলী, ৮নং চরএলাহী ইউনিয়নে শাহাবুদ্দিন উদ্দিন।

নির্বাচন সিডিউল ঘোষণার পূর্বেই চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান বলেন, পূর্ব থেকে জানা থাকলে প্রার্থীরা নিজের মতো করে মাঠ তৈরি করতে পারেন। নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করে কেন্দ্র কমিটি করে অন্য প্রার্থীদের পূর্বেই নির্বাচনী মাঠ প্রস্তুত করতে পারবেন প্রার্থীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English