তথ্যের গোপনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকরী উপায়ে এটি নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতি বছর ২৮ জানুয়ারি উদযাপন করা হয় ডেটা গোপনীয়তা দিবস বা ডেটা প্রাইভেসি ডে।
তথ্য গোপনীয়তা দিবসের শিক্ষামূলক উদ্যোগটি মূলত ব্যবসায়ের পাশাপাশি ব্যবহারকারীদের অনলাইনে তাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর দিকে দৃষ্টি নিবদ্ধ করে। বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষের অনেকটা সময় অনলাইনে কাটায়। বেশিরভাগ কাজও হচ্ছে অনলাইনে। আর এই অনলাইন জগতের পুরোটাই ডেটানির্ভর।
প্রতিদিন অনলাইনে আদান-প্রদান হচ্ছে অসংখ্য তথ্য। অনলাইনে তাই নিজের ডেটা সুরক্ষিত রাখাটাও একটি বড় চ্যালেঞ্জ। কীভাবে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ব্যবহার হচ্ছে, মজুদ করা হচ্ছে বা শেয়ার করা হচ্ছে সে বিষয়ে অনেকেই সচেতন নন।
গ্রাহককে শক্তিশালী করা এবং প্রতিষ্ঠান যাতে ডেটা সুরক্ষায় পদক্ষেপ নেয় সে বিষয়টি স্মরণ করিয়ে দেওয়াই এই দিনের মূল লক্ষ্য।
ডেটা গোপনীয়তা দিবসের এ বছরের লক্ষ্য- তথ্যের মূল্যে আলোকপাত করা। আপনি যদি ব্যক্তিগতভাবে নিজের গোপনীয়তা আরও ভালোভাবে ব্যবস্থাপনা করতে চান ও আপনার ডেটা কীভাবে সংগ্রহ হচ্ছে তা জানতে চান বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান ডেটা সংগ্রহ করছে, মজুদ করছে ও সেগুলো ব্যবহার করছে, সব সময়ই মনে রাখবেন ব্যক্তিগত তথ্য অর্থের মতোই মূল্যবান। সুরক্ষিত রাখুন।