রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সুজানা নিজ থেকেই মিডিয়া ছেড়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৪১ জন নিউজটি পড়েছেন

ঢাকা টু দুবাই। দুই জায়গাতে একসময়ের তুমুল আলোচিত মডেল, অভিনেত্রী সুজানা জাফরের বসবাস। নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলেছেন তিনি। ২০০১ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও গত বছরই বোরকা ও হিজাবে পাওয়া যায় অন্য এক সুজানাকে।
শোবিজ দুনিয়াকে বিদায় জানিয়ে নিজের ফ্যাশন হাউজ ‘সুজানা’স ক্লোজেস’ নিয়ে এখন অনেকটাই ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। ঈদ, পহেলা বৈশাখসহ বিভিন্ন দিবসে নিজের ফ্যাশন হাউস নিয়ে ফেস্টিভ্যালে অংশ নেন সুজানা। অ্যাকাউন্টিং পড়াশোনা করা এ অভিনেত্রী এখন পুরোদস্তুর ব্যবসায়ী। শোনা যাচ্ছে দুবাইয়ে স্থায়ী হচ্ছেন সুজানা।

দুবাইতে স্থায়ী হওয়া প্রসঙ্গে সুজানা বলেন, আমি আসলে দুবাইতে সেটেলড না। আমার ফ্যাশন হাউজের কালেকশনগুলো দুবাই থেকে নিয়ে আসি। আর কিছু ফেব্রিকসে আমি নিজেই ডিজাইন করি। নিজেকে ডিজাইনার না বললেও ডিজাইন করতে আমার ভালো লাগে।

মিডিয়াতে ফেরার সম্ভাবনা নিয়ে এই অভিনেত্রী বলেন, অভিনয় ছাড়ার প্রসঙ্গে আমাকে কেউ বলেনি। আমি নিজের থেকেই মিডিয়া ছেড়েছি। মিডিয়া মানেই আমাদের সব সময় মেকআপ, সাজগোজের ওপর থাকতে হয়। আমি পর্দা করছি, তাই মিডিয়াতে ফেরার সম্ভাবনা নেই।

ভক্তদের উদ্দেশ্যে সুজানা বলেন, আমি এখন অনেক ভালো আছি। দুই বছর ধরে মিডিয়াতে কাজ না করলেও মানুষ এখনো আমকে মনে রেখেছে। আর সেটা আমি বুঝি তাদের রেসপন্স, তাদের ম্যাসেজ, তাদের রেসপেক্ট দেখে। আমার কাছে মনে হচ্ছে, মানুষের কাছে আগের থেকে এখন বেশি রেসপেক্ট পাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English