রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

আফ্রিদি ৪৫ পর্যন্ত খেলতে চান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩ জন নিউজটি পড়েছেন

আবুধাবির টি১০ মাতাচ্ছেন শহীদ আফ্রিদি। দেখতে দেখতে ৪৩ বছর হয়ে গেল তার। তবু সমর্থকদের কথা বিবেচনা করে আরও বছর দুয়েক ক্রিকেট চালিয়ে যেতে চান আফ্রিদি। এরই মধ্যে ৪৩ বছরের আফ্রিদি ক্রিকেট খেলছেন ২৫ বছর। ১৯৯৬ সালে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে খেলেন পাকিস্তান অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিষেক আরও আগে।

‘আমার কাছে কোয়ারেন্টাইন খারাপ মনে হয়নি। হয়তো কিছুদিন ক্রিকেট খেলা হয়নি, তবে রুমে নিজেকে ফিট রাখতে আমি বিভিন্ন অনুশীলন করে যাই। তার চেয়ে বড় কথা হলো আমি ক্রিকেট এখনও উপভোগ করছি।

ক্রিকেটটা চালিয়ে যেতে চাই অন্তত আমার ভক্তদের জন্য। হয়তো আরও এক বা দুই বছর খেলব। যদি আপনি ক্রিকেট খেলতেই চান, তাহলে শুরুতে আপনাকে ফিট থাকতে হবে। কারণ, ক্রিকেটে হলো দক্ষতার খেলা। আমি চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দিতে, যাতে আমার সমর্থকরাও হতাশ না হন।’

২০১৮ সালে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন এই পাকিস্তান ক্রিকেটার। এরপর থেকে খেলে যাচ্ছেন ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English