গত বছর থেকেই শুটিং শুরু করেছেন ‘থর’খ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। এবার সিনেমাপ্রেমিদের জন্য সুখবর, অস্ট্রেলিয়ায় পরিচালক তাইকা ওয়েটিটির সাথে মার্ভেলের ‘থর’র নতুন কিস্তির কাজ শুরু করেছেন ক্রিস। এবারে ছবির নাম রাখা হয়েছে ‘থর : লাভ অ্যান্ড থান্ডার’।
২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া দিবসে সিনেমাটির শুটিং শুরু হয়। শুটিং শুরুর আগে দেশটির নানা উপজাতি শিল্পী নিয়ে একটি অনুষ্ঠান পরিবেশন করা হয়। মূলত অস্ট্রেলিয়ার জাতীয় দিবসকে কেন্দ্র করেই এমন উৎসবের আয়োজন করে ছবির টিম।
প্রসঙ্গত, ‘থর : লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমায় ক্রিসের সঙ্গে এবারো রয়েছেন নাটালি পোর্টম্যান এবং টেসা থম্পসন। তবে এই সিনেমা দিয়ে মার্ভেল জগতে প্রবেশ করতে যাচ্ছেন ক্রিশ্চান বেল। এছাড়াও সিনেমাটিতে আরও দেখা যাবে ম্যাট ড্যামনকেও।