রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

জিদানের চাকুরি রাখতে হলে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে !

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

মাত্র ১৫ দিনের ব্যবধানে রিয়াল মাদ্রিদ তিনটি প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ায় কোচ জিনেদিন জিদানের ভবিষ্যত সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। অ্যাটলেটিক ক্লাব বিলবাওয়ের কাছে হেরে তারা বিদায় নেয় স্পেনিশ সুপার কাপ থেকে। এর পর তারা তৃতীয় বিভাগের দল অ্যালকোয়ানোর কাছে হেরে বিদায় নেয় কোপা দেল রে হতে। সর্বশেষ লেভান্তের কাছে হেরে যাওয়ায় লা লিগার শিরোপাও কার্যত হাতছাড়া হয়ে গেছে। শীর্ষস্থানীয় দল অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে তারা ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে। যে কারণে এখন রিয়ালের সামনে কেবল চ্যাম্পিয়ন্স লিগ জেতারই সুযোগ বাকি আছে। মনে করা হচ্ছে জিদান যদি রিয়ালকে ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে পারেন তাহলেই কেবল তার চাকুরি থাকবে না হলে চলতি মৌসুম শেষে তাকে বিদায় নিতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের পরবর্তী বাধা আটালান্টা। ২৪ ফেব্রুয়ারি এবং ১০ মার্চ তারা দুই লেগে মুখোমুখি হবে আটালান্টার। চ্যাম্পিয়ন্স লিগের জন্য প্রস্তুতি নেয়ার পর্যাপ্ত সময় আছে জিদানের হাতে। তার আগে তারা খেলবে লিগেও। সে ম্যাচগুলোর মাধ্যমে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে রিয়াল। আটালান্টার সাথে প্রথম লেগে খেলার আগে রিয়াল লা লিগায় খেলবে হুয়েস্কা, গেটাফে, ভ্যালেন্সিয়া এবং রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে। আটালান্টার বিপক্ষে খেলার জন্য এ চার ম্যাচের মাধ্যমে সেরা একাদশ ঠিক করতে হবে জিদানকে। জিদান অনেক বেশী আস্থা রাখছেন ইডেন হ্যাজার্ডের উপর। প্রায় প্রতিটি ম্যাচেই তিনি সুযোগ দিচ্ছেন হ্যাজার্ডকে। কিন্তু ক্রমাগত হতাশ করে চলেছে হ্যাজার্ড। মনে করা হচ্ছে হ্যাজার্ডের পরিবর্তে লুকাস ভাজকেজকে সুযোগ দিলে বেশী লাভ হতো রিয়ালের। রড্রিগো এখন ইনজুরিতে আক্রান্ত। আটালান্টার ম্যাচের আগে তিনি ফিট হবেন কিনা তা বলা কঠিন। ফেডে ভালভার্দে এবং ভিনিসিয়ুস জুনিয়র খুব বেশী সুযোগ পাচ্ছেন না। এ ক্ষেত্রেও দলের পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলছে। সার্জিও র‌্যামোসও এখন উদ্বেগের একটি কারণ হয়ে দাড়িয়েছে। প্রকাশিত তথ্যানুযায়ী র‌্যামোসের চুক্তি নবায়নের আলোচনা ভেঙ্গে গেছে। ফলে চলতি মৌসুমের পর আর র‌্যামোস রিয়ালে থাকছেন না। র‌্যামোস এখনও রিয়ালের রক্ষণভাগের মেরুদন্ড। র‌্যামোসকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে তেমন সুবিধা করতে পারছে না রিয়াল। প্রথম দফায় জিদান কোচ থাকা কালে রিয়াল ১৪৯টি ম্যাচ খেলে হারে মাত্র ১৬টিতে। কিন্তু এবার ৯০ ম্যাচ খেলে ইতোমধ্যেই ১৯টিতে তারা হেরেছে। সব মিলিয়ে মনে হচ্ছে এবার তাদের পক্ষে চ্যাম্পিয়ন্স লিগ জেতা কঠিনই হবে। ২০১৮ সালে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। এমনকি তারা শেষ ষোল’র বাধাও পার হতে পারেনি। সাফল্য বলতে গত মৌসুমে লা লিগার শিরোপা জিতেছে তারা। বর্তমান অবস্থায় কেবল চ্যাম্পিয়ন্স লিগ জিতলেই জিদানের চাকুরি থাকবে। না হলে তাকে বিদায় নিতে হবে শূন্য হাতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English