নেক্সট গিয়ার লিমিডের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ পরিকল্পনার বাস্তবায়নে ও দেশের সার্বিক উন্নয়নে ডিজেআই এর সাথে নেক্সট গিয়ার লিমিটেডের এই চুক্তি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। আধুনিক বিশ্বের মত বাংলাদেশে ড্রোনের মধ্যমে কৃষি উন্নয়ন, ভুমি জরিপ, ভুমি ব্যবস্থাপনা, নদী জরিপ এবং পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা ও পর্যবেক্ষণ, অগ্নি নির্বাপণ, উদ্ধার কাজ, আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর বিবিধ কাজে, রাস্তা ও সেতু নির্মাণ ও নিরক্ষন, পার্বত্য, বনাঞ্চল ও দুর্গম অঞ্চলের সুরক্ষা ও পর্যবেক্ষণসহ বিবিধ কাজে কমার্শিয়াল ড্রোনের ব্যপক ব্যবহারের সু্যোগ রয়েছে ।
তিনি আরো বলেন, এই উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা উল্লেখিত কর্ম সম্পাদনায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে, যার ফলশ্রুতিতে তারা নির্ভুল ভাবে, সল্প ব্যয়ে, সল্প সময়ে, ঝুঁকি মুক্ত ভাবে কার্য সম্পাদন করতে সক্ষম হবে । তুলনামুলক ভাবে নতুন এই প্রযুক্তি ব্যবহারের লক্ষে নেক্সট গিয়ার লিমিটেড ডিজেআইকে সাথে নিয়ে বাংলাদেশে ড্রোন ব্যবহারকারিদের প্রশিক্ষণ এবং অন্যান্য সকল সেবা প্রদান করবে।