রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

ছোটখাটো কাতুকুতু দিয়ে লাভ হবে না: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলছেন, ‘দেশের মানুষ সতর্ক আছে, সজাগ আছে। আওয়ামী লীগের ভিত্তি তৃণমূল থেকে গঠিত। সুতরাং, ছোটখাটো কাতুকুতু দিয়ে লাভ হবে না।’

আলোচনা সভায় হাছান মাহমুদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে কিছু ভুল তথ্য কাট-পেস্ট করে যে ধরনের প্রতিবেদন প্রচার করা হচ্ছে, এটি আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। অতীতে যেমন বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এগুলো করা হচ্ছে। আমি দেশবাসীকে অনুরোধ জানাবো যে, এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে এটি অনেকের পছন্দ নয়।’

তিনি আরও বলেন, ‘দেশে সঠিকভাবে করোনা মোকাবিলা করতে শেখ হাসিনা সক্ষম হয়েছেন। এই করোনাকালে পৃথিবীর সব দেশে যখন ঋণাত্মক জিডিপির প্রবৃদ্ধি সেখানে আমাদের পজিটিভ জিডিপি প্রবৃদ্ধি। এটি অনেকের সহ্য হচ্ছে না। সেই কারণে এখন নতুন খেলায় মেতে উঠেছে। এই খেলা খেলে কোনও লাভ হবে না। বিশ্ব ব্যাংক একটি শক্তিশালী দেশের তৎকালীন গুরুত্বপূর্ণ নেতৃত্বের সমর্থন নিয়ে দেশের বিরুদ্ধে সহযোগিতা করেছিল। পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের সেই ষড়যন্ত্র ভেস্তে গেছে। এখনো যেই ষড়যন্ত্র হচ্ছে, এগুলো ভেস্তে যাবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English