পুলিশ জনগণের বন্ধু হিসেবে সর্বদা মানুষের পাশে রয়েছে উল্লেখ করে পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেছেন, আমরা জনগণের দোড়গোরায় সকল ধরনের পুলিশি সুবিধা পৌঁছে দিতে চাই।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলার নলছিটি থানায় এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এর আগে ফিতা কেটে ও সাদা পায়রা উড়িয়ে জেলার নলছিটি থানা ভবনের প্রধান ফটকের শুভ উদ্ধোধন করলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।
এরপর নলছিটি সরকারী মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে একটি বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, এখনকার পুলিশ আর আগের পুলিশের মধ্যে সেবাগত অনেক পার্থক্য রয়েছে। আমরা জনগণের দোড়গোরায় সকল ধরনের পুলিশি সুবিধা পৌঁছে দিতে চাই। আপনারা থানায় সেবা নিতে গেলে অবশ্যই পরিবর্তনগুলো দেখতে পাবেন।