আগামী ১০ থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া উৎসবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডের ৬৩টি দল ফুটবল খেলায় এবং ৬৪টি দল ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবলের উদ্বোধনী ও সমাপনী ম্যাচ এবং পল্টনের আউটার স্টেডিয়ামে ক্রিকেটের উদ্বোধনী ও সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ১৩টি মাঠে ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় প্রণোদোনা প্রদানের উদ্দেশ্যে ফুটবল এবং ক্রিকেট, উভয় খেলায় বিজয়ী ও বিজিত দলকে আকর্ষণীয় পুরষ্কার দেয়া হবে। ক্রিকেট এবং ফুটবল উভয় ক্ষেত্রেই চ্যাম্পিয়ন দল ৫ লাখ এবং রানার্সআপ দল ৩ লাখ টাকা করে পাবে। ফুটবলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে এবং ক্রিকেটে ম্যান অব দ্য সিরিজ হিসেবে পুরস্কৃত সেরা খেলোয়াড়দেরকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।
ক্রিকেট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আউটার স্টেডিয়াম, ধুপখোলা মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠ, বাসাবো খেলার মাঠ, বাসাবো বালুর মাঠ এবং করিম জুট মিল মাঠে। ফুটবল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠ, বাসাবো আলাউদ্দিন মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠ, কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, মাতুয়াইল মাঠ, ফজলে রাব্বী হল মাঠ এবং মতিঝিল গভর্নমেন্ট বয়েজ স্কুল মাঠ।