অবশেষে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন কবির দুহান। জানিয়েছেন, বাংলাদেশি সেই ছবির নাম ‘নেত্রী দ্য লিডার’। যার ৯৫ শতাংশ শুটিং হবে তুরস্কের বিভিন্ন লোকেশনে আর ৫ শতাংশ শুটিং হবে ঢাকায়। ছবির প্রধান ভিলেন হিসেবে থাকছেন তিনি।
এর আগে, গত বছর ডিসেম্বরে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ ছবির মহরতে সস্ত্রীক হাজির হয়ে অনন্ত জলিল ‘নেত্রী দ্য লিডার’র ঘোষণা দেন।
সে সময় অনন্ত জলিল জানান, এটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। প্রযোজনার পাশাপাশি এতে অভিনয় করবেন অনন্ত। আর তার বিপরীতে থাকছেন চিত্রনায়িকা বর্ষা। ছবিটি নিয়ে তখন আর কিছু জানাননি অনন্ত। তবে এবার জানা গেল ছবির প্রধান খল অভিনেতার নাম।