শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

নিয়ন্ত্রণে মোহাম্মদপুরের বস্তির আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

রাজধানীর মোহাম্মদপুরের নবদয় হাউজিং কাঁচাবাজার এলাকার পাশের একটি বস্তিতে আগুন লাগে এখন তা নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার কিছু আগে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার রামচন্দ্রপুর খাল সংলগ্ন নজরুলের বস্তিতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ৭ টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আগুন সীমিত হওয়ায় দুটি ইউনিট ফিরে আসে। বাকি দুই ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় রাত আটটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বস্তিতে শতাধিক ঘর রয়েছে। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে বস্তির বাসিন্দারা পাশের পয়ঃনিষ্কাশন খালের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ততক্ষণে মোট ছয়জনের ঘর পুড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English