সংযুক্ত আরব আমিরাতে বসতে চলা আবুধাবি টি-টেন লিগে মারাঠা অ্যারাবিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পালন করছেন বাংলাদেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তাঁর দলের সতীর্থ ভারতীয় ক্রিকেটার স্যান্ডি সিংক। সন্দেহজনক কার্যকলাপের কারণে লিগ থেকে তাকে বহিস্কার করা হয়েছে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট আকসু থেকে প্রতিটি দলের ক্রিকেটারদের টুর্নামেন্ট শুরুতেই সন্দেহজনক কার্যকলাপে জড়িত লোকদের থেকে দূরে থাকতে বলা হয়েছিল। তবে স্যান্ডি তা মানেননি। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সন্দেহ হয় স্যান্ডির কার্যকলাপে।
সর্বমোট আটটি দল অংশ নিয়েছে টি-টেন লিগে। সেগুলো হলো টিম আবুধাবি, মারাঠা অ্যারাবিয়ান্স, বাংলা টাইগার্স, ডেকান গ্ল্যাডিয়েটর্স, কালান্দার্স, দিল্লি বুলস, নর্দার্ন ওয়ারিয়র্স ও পুনে ডেভিলস। ইতোমধ্যেই প্রথম রাউন্ডের খেলা সম্পূর্ণ হয়ছে। ২৮ জানুয়ারি থেকে মাঠে গড়ানো লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি।