রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

ভারত পিষ্ট রুটের ইতিহাসে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৩ জন নিউজটি পড়েছেন

শততম টেস্ট খেলতে নেমেছিলেন জো রুট। এর আগের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। এবার পেয়েছেন ডাবল সেঞ্চুরি। আর এই এক ডাবল সেঞ্চুরিতেই ঝাঁকে ঝাঁকে রেকর্ড লুটিয়েছে এই ডানহাতি ব্যাটসম্যানের পায়ের তলায়। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব গড়েছেন ইংলিশ অধিনায়ক। আর তাতেই চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে ভারতীয় বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া সফরের চেয়ে ভালো পেস আক্রমণ নিয়েও দুই দিনে ইংল্যান্ডকে অলআউট করতে পারেনি ভারত। ৮ উইকেটে ৫৫৫ রান নিয়ে দিন শেষ করেছে ইংল্যান্ড।

রুটের ডাবল সেঞ্চুরিটা এলই-বা কী রাজকীয়ভাবে। আত্মবিশ্বাসের বিন্দুমাত্র ঘাটতিও যে নেই এই রুটের মধ্যে, সেটাই প্রমাণ করার জন্য যেন ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি ছুঁয়েছেন রুট। এর আগে কোনো ইংলিশ ক্রিকেটারের এই কৃতিত্ব ছিল না। তবে সব মিলিয়ে মোট ১৯ জন এই কাজ করেছেন। সর্বশেষ স্মৃতিটায় জড়িয়ে আছে বাংলাদেশের নামও। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নেমে ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।

ছক্কা মেরে ডাবল সেঞ্চুরির কীর্তিটার কথা আগে বলা হলেও রুটের অনন্য দুই কীর্তি আগেই হয়ে গেছে। প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করায় শততম টেস্টে সর্বোচ্চ ইনিংসটির মালিক এখন তিনিই। আগে যেটা ছিল ইনজামাম-উল-হকের (১৮৪) দখলে। তবে রুটের সবচেয়ে বড় কীর্তিটা দেড় শ রানের পরই হয়ে গেছে। সেই কবে ১৯৩৭ সালে স্যার ডন ব্র্যাডম্যান টানা তিন টেস্টে দেড়শোর্ধ্ব ইনিংস খেলেছিলেন। এরপর আরও চারজন সেটা করেছেন। কিন্তু তারা কেউই দলের অধিনায়ক ছিলেন না। টেস্টে অধিনায়ক হিসেবে টানা তিন টেস্টে দেড় শ রানের ইনিংস খেলা একমাত্র অধিনায়কের গৌরবে এখন ব্র্যাডম্যানের পাশে থাকবেন রুটও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English