বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সিলেটে তৎপর পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৩ জন নিউজটি পড়েছেন

জানা গেছে, কিছু কিছু আবাসিক হোটেলের মালিক ও কর্মচারীরা বাড়তি লাভের আশায় হোটেল অভ্যন্তরে দেহ ব্যবসা, প্রতারণামূলক নানা কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও জুয়ার আসরের মতো অপরাধের সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। এসব হোটেলে ভাড়া রুম মেলে ৫০০ টাকা থেকে এক হাজার টাকা। আর বিশ্বস্ত বা পরিচিত হলে ভাড়া কম রাখা হয়।

নগরীর কদমতলি বাস টার্মিনাল, চাঁদনী ঘাট, লালবাজার, সুরমা মার্কেট এলাকা, তালতলা, রেল স্টেশন এলাকা, ওসমানী মেডিকেল এলাকা, আম্বরখানা এয়ারপোর্ট রেড, দরগাহগেট এলাকার অধিকাংশ হোটেলে রমরমা দেহ ব্যবসা চলছে। এসব হোটেলের বেশিরভাগের লাইসেন্স বা অনুমোদনও নেই।

তিনি আরও বলেন, ‘বেশিরভাগ আবাসিক হোটেলেই সিসিটিভি ক্যামেরা ও বর্ডারদের ছবি তুলে রাখার ব্যবস্থা নেই। এছাড়া প্রতিদিনি রাত ১২টার মধ্যে আবাসিক হোটেলগুলোর বর্ডারদের নামের তালিকা পরিচয়সহ থানায় জমা দেয়া বাধ্যতামূলক। কিন্তু এটি হোটেল মালিকরা মানছেন না।

এদিকে সিলেট নগরীতে বিভিন্ন আবাসিক হোটেলে ‘অসামাজিক কার্যক্রম’ বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সিলেট মহানগর পুলিশ। নগরীর বিভিন্ন এলাকার আবাসিক হোটেলে দীর্ঘদিন থেকে চলা অসামাজিক কার্যক্রম বন্ধে এবার বেশ নড়েচড়ে বসেছে প্রশাসন। প্রায় প্রতিদিনই চালানো হচ্ছে অভিযান। ধরা পড়ছে এসব কার্যক্রমের সাথে সম্পৃক্ত তুরণ-তরুণী।

সবশেষ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকার অভি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় ৭ নারী-পুরুষকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ৩ নারী ও ৪ পুরুরষকে আটক করা হয়েছে।

এর আগে ২ (ফেব্রুয়ারি) নগরীর লালবাজার হোটেল আল মিনার থেকে ৬ নারী পুরুষ আটক করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে ২ জন মহিলা ও ৪ জন পুরুষ ছিলেন।
২০ জানুয়ারি রাতে নগরীর সোনালী আবাসিক হোটেল থেকে একই অপরাধে ১২ নারী-পুরুষকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। এর আগে ১৫ জানুয়ারি সন্ধ্যায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচ যুবতী ও নয় যুবকসহ মোট ১৪ জনকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

সবমিলিয়ে গেল কয়েক সাপ্তাহে সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় অন্তত ৩৯ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় মহানগর পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English