ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক মনোয়ার খোকন। তিনি ‘স্বামী কেন আসামি’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা তৈরি করেছেন। আজ সকাল ৬টার দিকে তিনি মারা গেছেন। দীর্ঘদিন ধরেই কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন মনোয়ার খোকন। এ চলচ্চিত্র পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। শোক জানিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো। ৯০ দশকে সিনেমার রমরমা দিনে চলচ্চিত্র পরিচালনায় এসে সাফল্য পান মনোয়ার খোকন।