রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

বসুন্ধরা কিংসের টানা সপ্তম জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

বসুন্ধরা কিংস। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে আজ তারা টানা সপ্তম জয় তুলে নিয়েছে। চলতি লিগে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি অস্কার ব্রুজোনের শিষ্যরা। আজ সোমবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিংস জয় পেয়েছে ৩-০ গোলের বড় ব্যবধানে। এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান আরও সংহত করেছে বসুন্ধরা কিংস। অন্যদিকে ৬ ম্যাচে পঞ্চম পরাজয়ে মুক্তিযোদ্ধার পয়েন্ট মাত্র ৩।

ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে নিখুঁত কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহো। এই নিয়ে চলতি লিগে তার গোল হলো ৭টি। পুরো মাঠেই যেন চলছিল কিংসদের রাজত্ব। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে কিংসরা। রবিনহোর থেকে বল পেয়ে বক্সে ঢুকে যাওয়া রাউল অস্কার দারুণ শটে লক্ষ্যভেদ করেন। লিগে আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ডের এটি ৫ম গোল।

বিরতির পর মুক্তিযোদ্ধা সংসদের রক্ষণে আরও চাপ বাড়ায় বসুন্ধরা কিংস। ৭৫তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় লিগের ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে বেসেরা পা ছোঁয়ানোর পর গোলমুখ থেকে টোকায় বল জালে পাঠান তৌহিদুল আলম সবুজ। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বসুন্ধরা কিংস। দুই ম্যাচে কম খেলা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ১ পয়েন্ট কম নিয়ে আবাহনী আছে তৃতীয় স্থানে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English