রাজধানীর গুলশানে ‘ও প্লে’ একটি রেস্টুরেন্টে অনলাইন শপিং মেলায় ভ্যাট গোয়েন্দার একটি দল অভিযান পরিচালনা করেছে। এতে ভ্যাট ফাঁকির মহোৎসব দেখতে পায় গোয়েন্দা দল। শুক্রবার দিনব্যাপী এই মেলায় ১৯টি অনলাইন বিক্রেতা অংশ নেয়।
সবগুলো স্টলের মালিকের অনলাইন বিক্রয়ের নিজস্ব ফেসবুক পেজ রয়েছে। তারা প্রত্যেকে প্রদর্শনী করে অনলাইনে পণ্য বিক্রি করে। মেলায় অংশ নেয়া ১৯টি স্টলের মধ্যে মাত্র ২টির ভ্যাট নিবন্ধন রয়েছে। তবে তারা নিয়মিত ভ্যাট ও রিটার্ন দেয় না। বাকি ১৭টির কোন ভ্যাট নিবন্ধনই নেই।
ভ্যাট আইন অনুসারে ভ্যাট নিবন্ধন না নিয়ে কোন ব্যবসা পরিচালনা করা যায় না। অনলাইন কেনাকাটায় শতকরা ৫ ভাগ