রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

উৎসবমুখর পরিবেশে আসন্ন সম্ভাব্য আগামী ১১ ও ১২ মার্চ তারিখে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ২০২১-২২ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের প্যানেলের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বাংলামটর বার কাউন্সিল হলরুমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের সভাপতি পদে মনোননয় পেয়েছেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মুহাম্মদ শফিক উল্যাহ ও অ্যাডভোকেট মোঃ আলী আজম, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ আবদুল আলীম মিয়া জুয়েল, ট্রেজারার পদে ড. মোঃ ইকবাল করিম, সহ- সম্পাদক পদে ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি ও নুরে আলম উজ্জ্বল মনোনীত হয়েছে।

নির্বাহী সদস্য পদে মনোনীত অন্যান্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট ব্যারিস্টার মুনতাসীর উদ্দীন আহমেদ, অ্যাডভোকেট মোঃ সানোয়ার হোসেন, অ্যাডভোকেট এবিএম শিবলী সালেকীন, অ্যাডভোকেট মোঃ সিরাজুল হক, অ্যাডভোকেট মহিউদ্দীন আহমেদ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান রোমান মনোনীত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English