রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

ম্যাচ চলাকালে মাঠেই নামাজ পড়লেন রিজওয়ান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন
মসজিদে নামাজ আদায়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

ম্যাচ চলাকালে মাঠেই নামাজ পড়লেন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের ইনিংস চলাকালে মাগরিবের নামাজের সময় হয়। তখন পাকিস্তানের ইনিংসের ১০ ওভার শেষ হয়। তখন পানি পানের বিরতিতে মাঠেই নামাজ আদায় করেন রিজওয়ান। এই উইকেটকক্ষক-ব্যাটসম্যান যখন নামাজ আদায় করছিলেন তখন পানি পানে ব্যস্ত থাকে প্রোটিয়া দল।

এ ম্যাচে ৪১ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন রিজওয়ান। তার ব্যাটের কল্যাণেই নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রানের স্কোর পায় পাকিস্তান। তবে ম্যাচটি তারা হেরে যায় ৬ উইকেটে।

প্রোটিয়াদের এ জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি আজ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English