রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

তারকা দম্পতিদের নিয়ে হাজির হবেন পূর্ণিমা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২ জন নিউজটি পড়েছেন

টেলিভিশনে তারকাদের নিয়ে ‘এবং পূর্ণিমা’ দিয়ে উপস্থাপনার নাম লেখিয়েছিলেন অভিনেত্রী পূর্ণিমা। কয়েক বছর ধরেই উপস্থাপনায় বেশ আলোচিত হয়েছেন। এবারো নতুন একটি অনুষ্ঠানের উপস্থাপক হলেন পূর্ণিমা। আর এই অনুষ্ঠানের নাম ‘পূর্ণিমার আলো’। আগামী ৬ মার্চ থেকে প্রতি শনিবার রাতে অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানটি মোট ৫২ পর্বে হবে।

এবারের অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিনোদন, রাজনীতি, ক্রীড়াসহ বেশ কয়েকটি অঙ্গনের সফল তারকা দম্পতিকে নিয়ে। তবে প্রথম পর্বেই থাকছে জমক। এই পর্বে পূর্ণিমার সঙ্গে থাকবেন নায়ক ফেরদৌস ও রিয়াজ। তারা দুজন উপস্থাপক পূর্ণিমাকে পরিচয় করিয়ে দেবেন ভক্তদের সঙ্গে। থাকবে তিনজনের আড্ডাও। দ্বিতীয় পর্ব থেকে মূল অনুষ্ঠানটি শুরু হবে।

আগামী ১৬ ফেব্রুয়ারি পূণিমার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি হবে বলে জানা গেছে।

দীর্ঘদিন বিরতি দিয়ে চলচ্চিত্রেও কাজ করছেন এই অভিনেত্রী। একসঙ্গে দুটি ছবিতে কাজ করছেন। দুটি ছবিরই পরিচালক নঈম ইমতিয়াজ নিয়ামূল। একটি ‘গাঙচিল’ আরেকটি ‘জ্যাম’। ‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আর ‘জ্যাম’–এ আছেন আরিফিন শুভ। এরই মধ্যে ‘গাঙচিল’ ছবির শুটিং শেষ হয়েছে। ‘জ্যাম’ ছবির বাকি অংশের কাজ ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং শেষে আরিফিন শুভ ভারত থেকে দেশে ফিরলে শুরু হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English