আইন লঙ্ঘন করায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ১০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির ৭৬১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
তিনি জানান, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ধারা ১৭(ই)- (ii) (iii) ও (v) ভঙ্গ করেছে। এ অপরাধের কারণে ফাউন্ডেশনটিকে ১০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এদিকে বিএসইসির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালে মুন্নু সিরামিকসের শেয়ার নিয়ে কারসাজি করার প্রমাণ পায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিএসইসির তদন্তে বেরিয়ে আসে মুন্নু সিরামিকসের শেয়ার লেনদেন ও আর্থিক প্রতিবেদনে অনিয়ম এবং করপোরেট ডিক্লারেশনের ক্ষেত্রে অনিয়ম করা হয়।
এ জন্য মুন্নু সিরামিকসের করপোরেট উদ্যোক্তা মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক শেয়ার বিক্রি সংক্রান্ত বিষয়ে কমিশনের তদন্ত প্রতিবেদন ও ডিএসইর দাখিল করা প্রতিবেদন পর্যালোচনা করে মুন্নু সিরামিকস, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ২০১৯ এনফোর্সমেন্ট বিভাগে পাঠানো হয়। তারই অংশ হিসেবে এখন কোম্পানিটির পরিচালকদের জরিমানা করা হলো।