শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

বিকাশ পেমেন্টে ২০% ক্যাশব্যাক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

বসন্ত উপলক্ষে ফেব্রুয়ারি মাসজুড়ে সারা দেশে ১৭০০টির বেশি দোকানে বিকাশ পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ৩০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছে গ্রাহকরা। বিভিন্ন রকম নিত্যপ্রয়োজনীয় জিনিস—বই, পোশাক, ইলেকট্রনিকস, জুতা, হোটেল, ফার্মেসি, রেস্টুরেন্ট, পরিষেবা, সুপারস্টোর, ট্রাভেল এজেন্ট, অনলাইন শপ, এলাকার ছোট-বড় দোকানসহ অসংখ্য পণ্য বিক্রেতা রয়েছেন এই অফারের তালিকায়।

অফারটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। একজন গ্রাহক এক দিনে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পাবে আর অফার চলাকালে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে। অ্যাপ, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে পেমেন্ট বিকাশ করা যাবে। পাশাপাশি ফেব্রুয়ারি মাসজুড়ে ‘এলাকার ছোট-বড় দোকানের অফার’ এর আওতায় বিকাশ গ্রাহকরা কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই ৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবে। এ ক্ষেত্রে অফার চলাকালে একজন গ্রাহক অ্যাপ বা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পেতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English