সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ভারতে আফ্রিকান প্রজাতির করোনার হানা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০ জন নিউজটি পড়েছেন

এবার ভারতে চলে এসেছে করোনার ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নতুন প্রজাতিটি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তরফে জানানো হয়েছে, দেশটিতে ৪ জনের দেহে ওই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। খবর: আনন্দবাজার পত্রিকা ।

আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব স্বাস্থ্য মন্ত্রককে জানিয়েছেন, পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি-তে করোনার দক্ষিণ আফ্রিকার প্রজাতিতে আক্রান্তের জিনের বৈশিষ্ট নিয়ে এরি মধ্যেই বিশ্লেষণ করা হচ্ছে। অন্য দিকে, ব্রাজিলীয় প্রজাতির নমুনা নিয়ে কাজ চলছে পুণেতে।

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ১০ হাজারেরও নীচে নেমেছে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টা দেশে আক্রান্তের সংখ্যা ৯ হাজারের কাছাকাছি হয়েছে। একমাত্র কেরল এবং মহারাষ্ট্র ছাড়া মোটামুটি প্রতি রাজ্যেই করোনার সংক্রমণে কার্যত নিয়ন্ত্রণে রয়েছে। এই আবহে দেশে করোনার দক্ষিণ আফ্রিকান এবং ব্রাজিলীয় অবতারের প্রজাতি ধরা পড়ায় স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষকর্তাদের মধ্যে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

মন্ত্রক সূত্রে খবর, ভারতে এখনও পর্যন্ত করোনার ব্রিটিশ প্রজাতিতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৮৭-এ। তবে এত দিন আমেরিকা-সহ বিশ্বের ৪১টি দেশে দক্ষিণ আফ্রিকার প্রজাতি ধরা পড়লেও ভারতে তার চিহ্ন মেলেনি। মঙ্গলবার করোনার সেই প্রজাতির নমুনা ধরা পড়ায় ওই দেশ থেকে আসা যাত্রীদের কড়া পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ভার্গব। তিনি বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকা বা ব্রাজিল থেকে সরাসরি কোনও উড়ান নেই। তবে স্বাস্থ্য এবং বেসরকারি পরিবহণ মন্ত্রক এ বিষয়ে যা যা করণীয়, সে প্রচেষ্টা শুরু করেছে।’’

এ দেশে করোনা ঠেকাতে বিদেশ থেকে আসা যাত্রীদের শারীরিক পরীক্ষাতে আরও জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তিনি বলেন, ‘‘ব্রিটেন থেকে আসা সমস্ত যাত্রীদের বাধ্যতামূলক ভাবে আরটি-পিসিআর পরীক্ষা করা হচ্ছে। যাঁদের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, তাঁদের জিনের বিন্যাস খতিয়ে দেখা হচ্ছে। আশা করি দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের উড়ানের যাত্রীদের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে।’’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English