রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ফাফ ডু প্লেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১ জন নিউজটি পড়েছেন

টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি। সীমিত ওভারের ক্রিকেটে বেশি করে নজর দিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রামে ডু প্লেসি লেখেন, “নিজের মনের কাছে আমি পরিষ্কার। এটাই সেরা সময় নতুন কিছু শুরু করার।” তিনি আরও লেখেন, “১৫ বছর আগে কেউ যদি আমায় বলত, ৬৯টি টেস্ট খেলব দেশের হয়ে, তবে তা অবিশ্বাস্য মনে হতো।”

সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তার পরেই অবসরের সিদ্ধান্ত নিলেন সাবেক অধিনায়ক। শেষ ২ টেস্টে ব্যাট হাতেও তেমন ছন্দে ছিলেন না ডু প্লেসি। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্যই টেস্ট থেকে অবসর নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯টি টেস্ট খেলেছেন ডু প্লেসি, করেছেন ৪১৬৩ রান। এই ফরম্যাটে তার রয়েছে ১০টি শতরান, ২১টি অর্ধশতরান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English