আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সিলেটের ফেঞ্চুগঞ্জের আল ফুরকান মসজিদে একটি ইসলামিক আলােচনা অনুষ্ঠানে যােগ দিতে গিয়ে যহোরের নামাজের পর দুপুরে খাবারের জন্য গাড়িযোাগে বের হলে কিছু দুস্কৃতিকারী অতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে হামলা করে । হামলায় তিনি আহত হন।