শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

করোনার আগাম তথ্য জানতে ব্যবহৃত হবে এআই

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬২ জন নিউজটি পড়েছেন
আরো ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯১২

নতুন ধরনের করোনাভাইরাস কিভাবে ঠেকানো যায়—এ নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। মানবদেহে এই ভাইরাস আগেভাগে শনাক্ত করতে তাঁরা বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার করছেন। এই কাজে গবেষকরা মৌলিক জীববিজ্ঞান ও মেশিন লার্নিংয়ের সমন্বয় করে কম্পিউটার এলগরিদম তৈরি করেছেন। বর্তমানের ও আগের করোনাভাইরাস থেকে পাওয়া নমুনা ও উপাত্তের ওপর ভিত্তি করে ভবিষ্যতের সম্ভাব্য উপাত্তগুলোকে সামনে রেখে তাঁরা এই সিস্টেমকে সাজিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতের করোনার সম্ভাব্য স্থান নিয়ে গবেষণা করাও সার্বিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।

ব্রিটিশ গবেষক ড. মার্কিউস ব্লাগরোভ বলেন, ‘আমরা জানতে চাই পরবর্তী করোনা কোথা থেকে আসতে পারে!’ এর ফলে এআইয়ের মাধ্যমে নতুন করোনার আগাম তথ্য জেনে সে অনুযায়ী সতর্কতা জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English