শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বাউফলে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর ও লুটপাট

পটুয়াখালী প্রতিনিধিঃ রিয়াজ মাহমুদ
  • প্রকাশিতঃ সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৬৪ জন নিউজটি পড়েছেন
ইউপি চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর ও লুটপাট

বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এ এন এম জাহাঙ্গীর হোসেনের বসতঘরে হামলা, ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার পটুয়াখালী আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রু বিচার) আদালতে ইউপি চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে নালিশী দরখাস্ত করেন। আদালত দরখাস্ত আমলে নিয়ে প্রথম ১০ জনের বিরুদ্ধে এজাহারগণ্যে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে (ওসি) নির্দেশ প্রদান করেন। তিনি আরও বলেন, আজকে এ সংক্রান্ত কাগজ পেয়েছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আদালতের বিচারক ছিলেন মো. আমিরুল ইসলাম। এর আগে গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় আতিকুর রহমান ওরফে মোহনের (৩০) নেতৃত্বে একটি দল ঘরে পেছনের দরজা দিয়ে ঢুকে ভাঙচুর করতে থাকেন। তখন তাঁরা (হামলাকারী) ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English