শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

প্রবিন শিক্ষক নেতা মোজাম্মেল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৭২ জন নিউজটি পড়েছেন
প্রবিন শিক্ষক নেতা মোজাম্মেল হক আর নেই

বরিশাল নগরীর ফকির বাড়ির বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) আঞ্চালক কমিটির সাধারন সম্পাদক, মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (অব:), প্রবীন শিক্ষক নেতা মোজাম্মেল হক (৬৫) না ফেরার দেশে চলে গেছেন। তিনি গত ২৮ ফেব্রয়ারী রাত সারে ৭ টার সময় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না:———রাজিউন, মৃত্যু কালে তিনি এক ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

মরহুমের ১ম যানাজার নামাজ নগরীর সিএন্ডবি রোড কাজীপাড়ার আল মামুন জামে মসজিদে সকাল সারে দশটার সময় আনুষ্ঠিত হয়। ২য় যানাজার নামাজ সদড রোড়ে এগার ঘটিকার সময় নামাজ শেষে সর্বসাধারনের ফলেল শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান )আঞ্চলিক কমিটির নেতা প্রধান শিক্ষক সিকদার মুশফিউল আজম, প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় সমিতির বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক মোঃ জলিলুর রহমান, সদস্য সচিব অধ্যক্ষ মোঃ মশিউর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ হানিফ হোসেন তালুকদার, বাকশিস নেতা অধ্যাপক মোঃ মোছাদ্দেক হোসেন, অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ মামুন আর রশিদ, বাংলাদেশ শিক্ষক সমিতির আঞ্চলিক কমিটির প্রধান উপদেস্টা দাস গুপ্ত আশিষ কুমার, সভাপতি অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম, সাধারন সম্পাদক তোফায়েল আহম্মেদ, অফিস সহকারি কর্মচারি সমিতির বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি জিয়া শাহীন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ, পেশাজীবী সংগঠনের নেতা আনোয়ার জাহিদ ও অ্যাড. হিরন কুমার দাস মিঠু, সর্বধারনের শ্রদ্ধা শেষে মরহুমের পারিবারিক কবরস্থান বাবুগঞ্জ উপজেলার তার পিতা মাতার কবরের পাশে চির নিদ্রায় সাইত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English