রাজধানীর মানিকদির ৪২৬ নম্বার বাসার দোতলা থেকে দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিপনের মরদেহ উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন মোহাম্মদ আমানউল্লাহ। মরদেহের সুরতহাল প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শিপন।
শিপনের মামা মাহফুজ আহমেদ বলেন, “চাঁদপুর সদর উপজেলার রাঘবপুর গ্রামের জিয়াউল হকের ছেলে শরিফুজ্জামান শিপন। তিতুমীর কলেজে বোটানি বিভাগের অনার্সের শেষ বর্ষের ছাত্র; গ্যাজেট ক্লাব বিডি, বৃহৎ অনলাইন শপের এর মালিক, তরুণ উদ্যোক্তা।”
তিনি বলেন, “গত আট থেকে নয় মাস ধরে এক মেয়ের সঙ্গে শিপনের প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে শিপন ওই মেয়েকে বিয়ে করবে বলে বাবা মাকে জানান। এতে তার বাবা-মা রাজি হয়নি। এজন্য গত দুই থেকে তিন দিন ধরে শিপন মানসিকভাবে ভেঙ্গে পড়েন। সব সময় মন খারাপ করে থাকতো। সর্বশেষ মঙ্গলবার দিনগত রাতে শিপন রুমের দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশ শিপনের রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।”