বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

৩০জন ভিক্ষুককে ১৫লাখ টাকা সহায়তা প্রদান

আগৈলঝাড়া প্রতিনিধিঃ এস এম শামীম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৬১ জন নিউজটি পড়েছেন
কর্মসংস্থানের জন্য ৩০জন ভিক্ষুককে ১৫লাখ টাকা সহায়তা প্রদান

বরিশালের আগৈলঝাড়ায় মুজিববর্ষে ভিক্ষুক পুণঃর্বাসণ কর্মসূচীর আওতায় ৩০জন ভিক্ষুককে ১৫লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশে এর সভাপতিত্বে ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত জনগোষ্টির পুণঃর্বাসণ ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু।

অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের তালিকাভুক্ত ৩০জন ভিক্ষুককে ৫০হাজার টাকা করে অর্থ সহায়তার মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের জন্য গাভী, অটো ভ্যান, ছাগল, ক্ষুদ্র ব্যবসার জন্য মুলধন প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর তহবিল ও সমাজসেবা অধিদফতরের তহবিলের প্রদানকৃত অর্থে ভিক্ষুকদের স্বাবলম্বী করার মনিটরিং এর ব্যবস্থাও রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English