শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

গলাচিপায় ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন কিনলেন আলমগীর হোসেন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ সঞ্জিব দাস
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৬৫ জন নিউজটি পড়েছেন
গলাচিপায় ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন কিনলেন আলমগীর হোসেন

পটুয়াখালীর গলাচিপায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই চেয়ারম্যান পদে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন। বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ৮ টায় উপজেলা আওয়ামী লীগের অফিস কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী মোঃ আলমগীর হোসেন ও তার পক্ষে সমর্থকরা দলীয় মনোনয়ন ফরম কিনেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্ব স্তরের জনসাধারণ
উপস্থিত ছিলেন।

এ সময় আলমগীর হোসেন বলেন, দেশ উন্নয়ন করার লক্ষ্যে নৌকার বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা দিন রাত দেশের হত দরিদ্রদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে চ‚ড়ান্ত মনোনয়ন দিলে আমি গোলখালী ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্ত করব। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে ফরম বিতরণ করা হয়েছে। পরবর্তীতে তৃণমূলের মতামতের ভিত্তিতে দলের প্রার্থী বিষয়ে কেন্দ্রে সুপারিশ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English