রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ১১ কোটি ৮১ লাখ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৪৩ জন নিউজটি পড়েছেন
বিশ্বে করোনা আক্রান্ত প্রায় ২১ কোটি ৪৯ লাখ

বিশ্বে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১১ কোটি ৮১ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১১ কোটি ৮১ লাখ ৫৮ হাজার ৩৬৫। এর মধ্যে ২৬ লাখ ২২ হাজার ১০১ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার ৭৬৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার একাধিক টিকাও আবিষ্কৃত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯৮ লাখ এক হাজার ৫০৬। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৪০ হাজার ৫৭৪ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ১২ লাখ ৬১ হাজার ৪৭০। এর মধ্যে এক লাখ ৫৮ হাজার ৭৯ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা এক কোটি ১১ লাখ ২৫ হাজার ১৭। এর মধ্যে দুই লাখ ৬৮ হাজার ৫৬৮ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৫২ হাজার ৮৭। এর মধ্যে আট হাজার ৪৮৯ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English