শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

খাল দখল করে বিশ্ববিদ্যালয়, গুঁড়িয়ে দিল সিডিএ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৮৫ জন নিউজটি পড়েছেন
খাল দখল করে বিশ্ববিদ্যালয়, গুঁড়িয়ে দিল সিডিএ

চট্টগ্রামে খাল দখল করে গড়ে তোলা বেসরকারি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) একটি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বুধবার (১০ মার্চ) সকালে নগরের খুলশী থানার গয়নার ছড়া খাল দখল করে গড়ে তোলা বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ ভবনটি ভাঙার কাজ শুরু করে সিডিএ কর্তৃপক্ষ।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম। এতে সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিন জানান, নগরের পাহাড়তলী থানার গয়নার ছড়া খাল দখল করে গড়ে তোলা ওই বহুতল ভবনটি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় পড়ায় ভাঙা হচ্ছে। নিজেদের জায়গায় ওই ভবন নির্মাণের নকশার অনুমোদন নিলেও ইউএসটিসি কর্তৃপক্ষ তা না মেনে প্রায় ৩ হাজার ৫০০ স্কয়ার ফুট খালের জায়গা দখল বহুতল ভবনটি নির্মাণ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English