বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার-১

কলাপাড়া প্রতিনিধিঃ মিলন কর্মকার রাজু
  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৯০ জন নিউজটি পড়েছেন
দশম শ্রেণির ছাত্রী ধর্ষণ চেষ্টা

পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল হোসেনকে (২৪) পুলিশ গ্রেফতার করেছে। কলাপাড়া থানা পুলিশ টিয়াখালীর বাদুরতলী গ্রাম থেকে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আবুলকে গ্রেফতার করে। তবে মূল হোতা রবিউল চৌকিদার ও অপর সহযোগী জাহিদুল পলাতক রয়েছে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে ওই কিশোরী বাদী হয়ে কলাপাড়া থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে ওই স্কুল ছাত্রী কিছু কেনাকাটার জন্য বাসা থেকে নিকটস্থ দোকানে যাচ্ছিল। পথিমধ্যে কিশোরীকে আটকে ফষলী জমিতে নিয়ে একই এলাকার ওই তিন বখাটে যুবক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় কিশোরীর ডাক-চিৎকারে প্রতিবেশীসহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম ও তারর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে আবুল হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আবুল হোসেন বাদুরতলী গ্রামের ফারুক হোসেনের ছেলে। অপর পলাতক দুইজনকে গ্রেফতারের চেস্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English