চলছে ঋতুরাজ বসন্ত। রোববার বিদায় নেবে ফাল্গুন মাস। বেশকিছু দিন ধরেই ঝলমলে রোদ, নীল আকাশ। উষ্ণ হয়ে উঠে পরিবেশ। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। এ অবস্থায় শনিবার বিকেলে হঠাৎ আঘাত হানে কালবৈশাখী ঝড়।
ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে চলতি বছরের প্রথম কালবৈশাখী বয়ে গেছে বলে জানিযেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঝরেছে বৃষ্টিও। ঢাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে বাতাস বইয়ে গেছে। বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ধুলার ঝড় বয়ে যায় রাজধানীর ওপর দিয়ে। তবে এতে কোথাও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঢাকা জেলায় বছরের প্রথম কালবৈশাখী ঝড় সাভারে আঘাত হানে। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে এটি ঢাকায় পৌঁছায়। কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও শীলাসহ বৃষ্টিও হয়েছে। ঢাকা ছাড়াও যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টির খবর পাওয়া গেছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। তবে সমুদ্রবন্দরে কোনো সতর্কতা সংকেত দেখাতে বলা হয়নি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। রোববার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, তাপমাত্রা বাড়লে আবহাওয়ায় পরিবর্তন ঘটে। এই সময়ে কালবৈশাখী দেখা যায়। এই সময় এই ধরনের আবহাওয়া স্বাভাবিক।