শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের থাবায় একজন জখম

অনলাইন ডেন্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৫৯ জন নিউজটি পড়েছেন
সুন্দরবন ভ্রমণেও নিষেধাজ্ঞা

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের থাবায় আক্রান্ত হয়েছেন মজনু মিয়া নামের এক কর্মচারী। আহত মজুনকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, কোর সাফারি অংশে বাঘের বিচরণ থাকে। সেখানে এনক্লোজারে বেশ কিছু বাঘ ছিল। এ সময় এনক্লোজারের সামনে হঠাৎ করে মজনু বাঘের সামনে পড়ে গেলে থাবা দেয়। পরে অন্য কর্মচারীরা বাঘটিকে সরিয়ে মজনু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাঘের থাবায় আহত মজনু মিয়ার কাঁধেও বগলের নিচে জখম হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মজুন মিয়া জেলার শ্রীপুর উপজেলার বেলতলি গ্রামের শামসুল হকের ছেলে। তিনি পার্কের আউটসোর্সিং কর্মচারী গেইটমেন হিসেবে কাজ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English