রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

‘মেসি, তুমি তো জানো তোমাকে কতটা ভালোবাসি’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৫২ জন নিউজটি পড়েছেন
বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন নিয়ে আজ কথা বলবেন মেসি

দলের সেরা তারকা লিওনেল মেসিকে বার্সেলোনায় ধরে রাখতে সব কিছু করতে চান ক্লাবের নতুন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। দ্বিতীয় মেয়াদে বার্সেলোনার সভাপতি হিসেবে ক্যাম্প ন্যুতে শপথ নিতে গিয়ে এমন কথা বলেন লাপোর্তা। শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় মেসিও।

গত মৌসুমেই বার্সেলোনার ছাড়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন মেসি। কিন্তু চুক্তির মারপ্যাঁচে পড়ে তার ক্লাব ছাড়া হয়নি। মেসিকে আটকে রাখতে গিয়ে বিপদে পড়ে যান তখনকার সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ। তার সব কুকীর্তির খবর ফাঁস হয়ে যায়। পদত্যাগ করেও রক্ষা হয়নি। কয়েকদিন আগে বার্তামেউকে গ্রেপ্তার করে পুলিশ। চলতি মৌসুম শেষেই বার্সার সাথে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। তাই এবার তার বার্সার ছাড়ার সম্ভাবনা অনেক বেশি।

কিন্তু মেসিকে দলের রাখার ব্যাপারে আশাবাদি নয়া সভাপতি লাপোর্তা। তিনি বলেন, ‘মেসি বিশ্বসেরা। তাকে ক্লাবে রেখে দিতে সবকিছু করব। মেসি, তুমি তো জানোই, তোমাকে কতটা ভালবাসি। তোমাকে ভালবাসে ক্লাবও। খেলার সময় স্টেডিয়াম ভর্তি থাকলে কখনওই ক্লাব ছাড়তে চাইতে না। শেষপর্যন্ত যে সিদ্ধান্ত নেও তুমি, তোমার জন্য আমরা সব চেষ্টাও করবো। তোমাকে দলে রাখতে চাই আমরা।’

অনুষ্ঠানের এক পর্যায়ে গ্যালারিতে বসে থাকা মেসিকে আলিঙ্গনও করেন লাপোর্তা। অনুষ্ঠানে মেসি ছাড়াও ছিলেন জেরার্ড পিকে, সার্জিয়ো রবার্তো, সার্জিয়ো বাসকুয়েটসরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English